কক্সবাজার সংবাদাতা:কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় ভাতিজার কিরিচের কোপে চাচার ডান হাতের কবজি কেটে নিয়েছে ।
জানা গেছে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মইয়াদিয়া বাজারে আজ শুক্রবার ২৮ আগষ্ট সকাল ৮ টার সময় এই ঘটনা ঘটেছে আলী হোসেন ( ৫০) কে আপন ভাতিজা মুহাম্মদ আলমগীর( ৩৫) ডান হাতের কবজি কেটে নিয়েছে এবং এলোপাতাড়ি কুপিয়ে ৮ টি জখম করে কপালে ও শরিরের বিভিন্ন স্থানে। আহত আলী হােসেন ( ৫০ ) মইয়াদিয়া গ্রামের মৃত নুর আহমদের ছেলে ও ৩ নং ওয়ার্ড আ’লীগের সহ – সভাপতি । স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । পরে উন্নত চিকিৎসার জন্য আহতকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।