বিশেষ সংবাদদাতা,কলকাতা : বিষের বিশ চলে গিয়েছে। সবার প্রার্থনা, একুশ হোক শুভ। কিন্তু একুশের দ্বিতীয় দিনেই ঘটল চমকে দেওয়ার মতো একটি ভয়ঙ্কর ঘটনা। ভারতীয় ক্রিকেটের সফলতম অধিনায়ক তথা বর্তমানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, তাঁর মৃদু হার্ট অ্যাটাক হয়েছে। ওই ঘটনার পর ভারতের ক্রিকেট ও রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেন সৌরভের স্ত্রী ডোনাকে। বিকেলে তাঁকে দেখতে হাসপাতালে যান পশ্চিমবাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়। সন্ধেয় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী ফিরহাদ হাকিম।
শনিবার সকালে জিম করার সময় হাতের উপরের দিক এবং পিঠে ব্যথা শুরু হয় তাঁর। বুকেও ব্যথা হচ্ছিল। তার পরই মাথা ঘুরে পড়ে যান। তখনই সৌরভ ব্ল্যাক আউট হয়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে উডল্যান্ডসে নিয়ে আসা হয়। সেখানে তাঁর ইকো কার্ডিওগ্রাফি, ইসিজি এবং বুকের এক্স–রে পরীক্ষা করা হয়। করা হয় কিছু রক্ত পরীক্ষাও। দ্রুত ছুটে যান দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। সৌরভকে নিয়ে সাত চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ড গঠিত হয়। তার নেতৃত্বে রয়েছেন সরোজ মণ্ডল। বাকি সদস্যদের মধ্যে রয়েছেন ভবতোষ বিশ্বাস, আফতাব খান, এ বি রায় এবং সৌতিক পাণ্ডা। প্রাথমিক ভাবে তাঁরাই সৌরভের চিকিৎসা করেছেন। সোমবার সৌরভের বাকি দু’টি ধমনীতে স্টেন্ট বসানো হবে কিনা, নাকি তাঁর বাইপাস সার্জারি হবে, সবই তাঁরা সিদ্ধান্ত নেবেন। রাতে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। ৪–৫ দিন হাসপাতালেই থাকতে হবে। আপাতত বিপন্মুক্ত তিনি। গোল্ডেন আওয়ারে তাঁকে হাসপাতালে নিয়ে আসায় অঘটন ঘটেনি বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে, তাঁর অসুস্থতার খবর পেয়েই অনুরাগীরা হাসপাতালের সামনে ভিড় করতে শুরু করেন। চিকিৎসকদের পরামর্শে রাতের দিকে সৌরভ হাসপাতালের সামনে তাঁদের ভিড় না করার অনুরোধ জানান।
এদিকে, সৌরভের অসুস্থতার খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। রাজধানী দিল্লিতে এই খবর পান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন করে বিসিসিআই সভাপতির খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল অমিত শাহ ও সৌরভকে। প্রয়োজনে দিল্লি নিয়ে গিয়ে সৌরভের চিকিৎসা করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন অমিত শাহ। তিনি প্রথমে বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে সৌরভের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নেন। পরে সরাসরি ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন। এ ছাড়া, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একই সঙ্গে সৌরভের শারীরিক অবস্থার সমস্ত খোঁজখবর কেন্দ্রীয় নেতৃত্ব ও অমিত শাহের দফতরকে নিয়মিত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির রাজ্য নেতৃত্বকে।
সৌরভের অসুস্থতার খবর একটু দেরিতেই পান তাঁর ওপেনার সঙ্গী শচীন তেন্ডুলকর। সঙ্গে সঙ্গে তিনি টুইট করে তাঁর সুস্থ হয়ে ওঠার কামনা করেন। টুইটে তিনি লেখেন, ‘এইমাত্র তোমার অসুস্থতার খবর জানতে পারলাম সৌরভ। আশা করি প্রত্যেকটি দিন তোমাকে দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার কাছে নিয়ে যাবে। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমার প্রিয় বাবুমশাই।’ এদিন দুপুর থেকেই ভারত এবং আন্তর্জাতিক বহু ক্রিকেটার টুইট করে তাঁর শরীর সম্পর্কে নিজেদের উদ্বেগের পাশাপাশি তাঁর সুস্থতা কামনা করেন। টুইট করেছেন অনিল কুম্বলে, হরভজন সিং, বীরেন্দ্র শেহবাগ, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, প্রজ্ঞান ওঝা, কুলদীপ যাদব, অজিঙ্কা রাহানে, রবি শাস্ত্রী এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআই সভাপতি সৌরভের সহকর্মী বিসিসিআই সচিব জয় শাহ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। সৌরভের বন্ধু তথা প্রাক্তন অভিনেত্রী অধুনা কংগ্রেস নেত্রী নাগমা টুইটে লিখেছেন, ‘উইশিং ইউ আ স্পিডি রিকভারি। গেট ওয়েল সুন। মাচ প্রেয়ার্স।’ এ ছাড়া বিভিন্ন প্রেক্ষিতের অসংখ্য মানুষের পোস্টে ভরে ওঠে সোশ্যাল মিডিয়ার পেজ। সকলেই তাঁর আরোগ্য কামনা করেছেন।