সেলিম সানোয়ার পলাশ, রাজশাহীঃ পৃথিবীজুড়ে চলছে করোনার সাথে মানুষের যুদ্ধ। পৃথিবী জন্মের পর যতো যুদ্ধ হয়েছে সব যুদ্ধের চেয়ে ভয়ানক বর্তমান চলা যুদ্ধ। ১ম বিশ্বযুদ্ধ ও ২য় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়ানক রুপ নিয়েছে করোনা ভাইরাস যুদ্ধ। সারা পৃথিবী করোনা যুদ্ধে বিজয় অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। থেমে নেই আমাদের সোনালী মাতৃভূমি বাংলাদেশও। সকল পেশার মানুষের ও প্রশাসনের পূর্ণ সহযোগিতা পেয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ।
গ্রামীণ ব্যাংক সারাদেশে ভিক্ষুকদের মাঝে ত্রাণ বিতরণ বা খাদ্য সহায়তা করছেন। তারই অংশ হিসেবে আজ মঙ্গলবার পাকড়ী গোদাগাড়ী শাখায় ৫জন ভিক্ষুকদের মাঝে প্রতিজনকে ৩০কেজি চাল, ৮কেজি আলু, ৪কেজি ডাল, ৪কেজি পিয়াজ, ২কেজি তেল, সাবা, লবন সহ ২৬০০টাকার খাদ্য সামগ্রী বিতরণ এবং নগদ ৬০০টাকা প্রদান করেন। গ্রামীণ ব্যাংক রাজশাহী যোনের মানবদরদী যোনাল ম্যানেজারের দ্রুত সিদ্ধান্তকে বাস্তবে রুপ দেন গ্রামীণ ব্যাংক চাঁপাই নবাবগঞ্জ এরিয়ার পাকড়ী গোদাগাড়ী শাখার কর্মজয়ী শাখা ব্যবস্হাপক মোঃ কামরুজ্জামান। তিনি নিজে উপস্হিত থেকে সংগ্রামী সদস্য( ভিক্ষুকদের) মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন অত্র শাখার অফিসার নুরুল ইসলাম,আব্দুল্লাহ আল মাসুদ,মশিউর রহমান, শাখা প্রতিনিধি মোঃ নাহিদ কবির এবং বিশিষ্ট কবি,সাংবাদিক ও কলামিস্ট মোঃ মুকুল হোসেন।