প্রত্যয় নিউজডেস্ক: করোনাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের ২১তম সভায় তিনি এ প্রশংসা করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, ভোক্তা অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, বিএসটিআইয়ের মহাপরিচালকসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের প্রতিনিধি।
এছাড়া জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে অংশগ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবক শেখ কবির হোসেন এবং কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান।
সভায় করোনাকালে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের স্বাস্থ্যবিধি মেনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সুরক্ষায় নিরলস পরিশ্রমের জন্য ভোক্তা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করা হয়।