ইউরোপে ভ্যাকসিন কর্মসূচি নিয়ে নতুন আশা তৈরি হওয়ার প্রেক্ষিতে ঘুরে দাঁড়াতে শুরু করছে ইউরো। তবে গত ছয় সপ্তাহের মধ্যে ডলারের মূল্যবৃদ্ধি মঙ্গলবার ছিল সবচেয়ে কম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
ইউরোর মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১.২০৩৮ ডলার। সোমবার গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ১.২০৪৮ ডলার ছুয়েছিল তা। ব্রিটিশ পাউন্ডের দাম বেড়েছে ১ শতাংশ। যা এই বছর একদিনে দ্বিতীয় সর্বোচ্চ বৃদ্ধি। এখন ব্রিটিশ পাউন্ডের দাম ১.৩৯৮৯ ডলার।কয়েক জন বিশ্লেষক মনে করছেন, ইউরোপীয় ইউনিয়ন ফাইজার-বায়োএনটেকের কাছ থেকে ১০ কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার খবর প্রকাশের পর ইউরোর মূল্য ঊর্ধ্বগামী হয়েছে।
ডলারের সূচক কমে দাঁড়িয়েছে ৯১.০৮৫। গত মাসে সর্বোচ্চ অবস্থান থেকে ২.৫ শতাংশ কম। বছরের প্রথম তিন মাসের তুলনায় এই প্রবণতা বিপরীতমুখী।
ওই সময় মার্কিন বন্ডের সুদ প্রদানের হার ছিল সর্বোচ্চ। জাপানি ইয়েনের বিপরীতে ডলারের মূল্য গত ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন রয়েছে। সর্বশেষ ১০৮.১৫ ইয়েন ছিল এক ডলারের মূল্য।গোল্ডম্যান স্যাকসের কর্মকর্তা বলেন, বড় মার্কেটে গত মাসে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো যুক্তরাষ্ট্রের মুদ্রার স্থিতিশীলতা। এর ফলে বিভিন্ন মুদ্রার বিপরীতে ডলারের দুর্বল হওয়ার পথও উন্মুক্ত হয়েছে।
আরও পড়ুন : ভারতে ৪ মাসে ৪৪ লাখ ডোজ করোনার টিকা নষ্ট