দৈনিক প্রত্যয় ডেস্কঃ কুষ্টিয়ার ভেড়ামারায় মহানবী হযরত মুহাম্মদ (স:)-কে নিয়ে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার অপরাধে নারায়ণ কর্মকার নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ভেড়ামারা মোকারিমপুর মুন্সিগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ভেড়ামারা মডেল থানা পুলিশ। নারায়ণ ভেড়ামারা মোকারিমপুর মুন্সিগেট এলাকার সুবোদচন্দ্র কর্মকারের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল আটকের তথ্য নিশ্চিত করে জানান, মহানবী হযরত মুহাম্মদ (স:)-কে কটুক্তি করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয় নারায়ণ কর্মকার। এ ঘটনায় বৃহস্পতিবার ভেড়ামারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিপিআর/ জাহিরুল মিলন