প্রত্যয় নিউজ ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ফ্রান্সের পতাকায় আগুন দেয়ার পাশাপাশি জুতা নিক্ষেপ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
রোববার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় এক বিক্ষোভ সমাবেশে ফ্রান্সের পতাকায় অগ্নিসংযোগ ও জুতা নিক্ষেপ করে দলটি।
বিক্ষোভ মিছিল থেকে ‘ইহুদিদের গালে গালে, জুতা মার তালে তালে’, ‘নবীর প্রতি অবমাননা, চলবে না চলবে না’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার নবী আমার জান’, ‘আমার জান আমার প্রাণ, নবী (সা.)’, ‘ফ্রান্সের পণ্য, বয়কট বয়কট’ ইত্যাদি স্লোগান দেয়া হয়।
স্লোগান চলার এক পর্যায়ে কয়েকজন যুবক ফ্রান্সের পতাকায় আগুন ধরিয়ে দেন। এরপর স্লোগান দিয়ে আরও কয়েকজন ফ্রান্সের পতাকায় লাথি মারেন এবং জুতা নিক্ষেপ করেন।
বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, ‘সম্প্রদায়িক জঙ্গি রাষ্ট্র ফ্রান্সের প্রেসিডেন্ট নবীজির সম্মানের ওপর আঘাত হানতে যে ব্যঙ্গচিত্র প্রকাশ ও প্রচারের উদ্যোগ নিয়েছেন, আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি।’
তারা বলেন, ‘ফ্রান্স জঙ্গিদের পৃষ্ঠপোষক। আমরা ফ্রান্সকে কালো দেশ হিসেবে কালো তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘের কাছে দাবি জানাচ্ছি। সেই সঙ্গে বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেয়ারও দাবি জানাই।’
গত ১৬ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্কুলের শিক্ষক শ্রেণিকক্ষে মহানবী (সা.)-এর বিতর্কিত কার্টুন দেখিয়ে চেচেন বংশোদ্ভূত এক কিশোরের হাতে খুন হন।
এ ঘটনার প্রতিবাদে ফ্রান্সে প্রকাশ্যে মহানবীর কার্টুন প্রদর্শিত হয়। মহানবীর (সা.)-এর কার্টুন প্রদর্শন ঘিরে বিশ্বজুড়ে ফ্রান্সের ইসলামবিরোধী অবস্থানের প্রতিবাদে ক্ষোভ দেখা দেয়। মধ্যপ্রাচ্য, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফরাসি পণ্যসামগ্রী বর্জনের ডাক দেয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশ।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও ব্যাপক আকারে প্রতিবাদ জানাচ্ছে মুসলিমরা। এখান থেকেও উঠেছে ফরাসি পণ্য বর্জনের ডাক।