রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ মাটিডালির চাঞ্চল্যকর ক্লুলেস শফিউল্লাহ (পিপলু) হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ১ জন আসামিকে ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা পুলিশ বগুড়া এর ডিবি পুলিশের একটি চৌকস টিম।
গ্রেফতারকৃত আসামির নামঃ- ১। মোঃ পাভেল জিলাদার,৷ পিতা ঃ- মৃত আইনুল জিলাদার, ধরমপুর, সদর, বগুড়া।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ দৈনিক প্রত্যয়৷ কে জানান, আসামি পাভেল এই হত্যাকান্ডের বিষয়ে নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।
উল্লেখ্য যে গত ১৩ই এপ্রিল মঙ্গলবার গভীর রাতে বগুড়া শহরের মাটিডালি এলাকায় রাস্তার ওপর শফিউল শফিইল ইসলাম পিপুল(৩০) নামে এক যুবক খুন হয়। তিনি একটি মশলার দোকানের কর্মচারী ছিলেন।
পুলিশ জানিয়েছিল, রাত ১১টার দিকে মাটিডালী উত্তরপাড়ার মৃত আইনুল কাজীর ছেলে শফিউল্লাহ শহরের রাজাবাজারের কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনের রান্তার ওপরই দুর্বৃত্তরা তাকে বুকে ছুরিকাঘাত করে খুন করে। স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।