আরাফাত রায়হান, চবি প্রতিনিধিঃহেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের চট্টগ্রামে আগমন প্রতিহতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের নেতৃত্বে হাটহাজারী সড়ক অবরোধ করেছে চবি ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা সড়কে টায়ার জ্বেলে অবরোধ করেন।
শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, বঙ্গবন্ধুকে অবমাননাকারী মামুনুল হক কুলাঙ্গারের আগমন রুখতে আমরা অবস্থান নিয়েছি। জীবন দিয়ে হলেও আমরা তাকে প্রতিহত করবো।কোনভাবেই বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্রকারীকে ছাড় দিবো না।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, কিছু ছেলে সড়ক অবরোধ করেছিল। তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।
বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের প্রতিবাদে বেশ কয়েকটি বক্তব্য দিয়েছিলেন হেফাজত নেতা ও ইসলামিক বক্তা মাওলানা মামুনুল হক।
বিভিন্ন সভা-সমাবেশ এবং মাহফিল থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য গুড়িয়ে দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি।হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আল আমিন সংস্হার মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলে আলোচনায় আসা মাওলানা মামুনুল হকের আগমনকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছে ছাত্রলীগ।