প্রত্যয় ডেস্ক: মালয়েশিয়া কুয়ালালামপুরে সম্প্রতি একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সন্দেহভাজন মূলহোতা ৩০ বছর বয়সি রোহিঙ্গা নারীকে গ্রেফতার করে ৪ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। এ সময় পুলিশ একটি কালো রংয়ের প্রোটন গাড়ী, মোবাইল, সিম, পেশন লেটার ও দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে।
এর আগে কুয়ালালামপুর এবং আশেপাশের বেশ কয়েকটি জেলায় ডাকাতি ও বাড়ি ভেঙ্গে চুরির অভিযোগে জাহান গ্যাং নামে সন্দেহভাজন তিন নারীসহ ছয় রোহিঙ্গা (মিয়ানমার) নাগরিককে গ্রেফতার করা হয়। রোববার মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রো ও বেরিতা হারিয়ান এই তথ্য নিশ্চিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, রাস্তার পাশে ছিনতাই ও বিভিন্ন বাড়ীতে চুরি-ডাকাতির মূল পরিকল্পনাকারী হিসেবে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার আড়াইটার দিকে, উত্তর ক্ল্যাং আইপিডি’র একদল অফিসার তাকে গ্রেফতার করে। তবে পুলিশ তার নাম প্রকাশ করেনি।
উত্তর ক্ল্যাং জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার নুরুলহুদা মোহাম্মদ সাল্লেহ বলেন, এর আগে যে রোহিঙ্গা ৬ সদস্য এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ওই নারী মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় এই ডাকাতি ও চুরির মামলাটি তদন্ত করা হচ্ছে এবং তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। লুণ্ঠিত মালামালের মধ্যে কিছু স্বর্ণালংকার পুলিশ উদ্ধার করেছে যে গুলো ওই চক্রটি বিক্রি করে দিয়েছিল।