দৈনিক প্রত্যয় ডেস্কঃহবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজার থেকে ৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় দোকানে থাকা এক কর্মচারীকে আটক করা হয়। একইসাথে মিষ্টির দোকাটিও সিলগালা করে দেয়া হয়।
বৃহস্পতিবার সকালে মিরপুর বাজারের আওয়ামী লীগ নেতা মিষ্টি ফরিদের দোকান থেকে এ চালগুলি জব্দ করা হয়। তাৎক্ষণিক আটককৃত দোকান কর্মচারীর নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, মিষ্টির দোকানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি’র (ওএমএস) চাল রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। তিনি দোকান থেকে সরকারি স্টিকার যুক্ত ৬ বস্তা চাল জব্দ করে নিয়ে যান। এ সময় দোকানে থাকা কর্মচারীকে আটক করে দোকান সিলগালা করে দেয়া হয়।
নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬ বস্তা চাল একটি মিষ্টির দোকান থেকে জব্দ করা হয়। সাথে দোকানটি সিলগালা করে দেয়া হয়। তিনি অন্য একটি অভিযানে থাকায় আটককৃতের নাম পরিচয় জানাতে পারেননি।
ডিপিআর/ জাহিরুল মিলন