আবু ছালেহ – বিশেষ প্রতিনিধি
—————————————-
মুরাদনগর উপজেলা, বাঙ্গরা বাজার থানাধীন, ৫ নং পূর্বধৈর (পশ্চিম) ইউনিয়নের প্রায় ৪০০ কেজি ত্রাণের চাল চুরির অভিযোগ পাওয়া গেছে। চাল চুরির দায়ে ইতোমধ্যে ৫ নং পূর্বধৈইর পঃ ইউ পি চেয়ারম্যান মোঃ শরীফুল ইসলাম এর প্রতিবেশী ভাতিজা ডিলার মোঃ আলামিন এর ৭ দিন এর জেল ও ডিলারশিপ বাতিল করেছেন প্রশাসন।
–
স্থানীয় সুত্রে জানা যায় গতকাল শরীফ চেয়ারম্যান এর ছোট ভাই মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে, শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ। এরকম নামের সরকারি বস্তা পরিবর্তন করে পোল্ট্রি মুরগির খাবার এর বস্তায় চাউল ভরে ২-টি অটো পুড়িয়ে নেয়, স্থানীয় লোকজন আটকাতে চাইলে জোরে গাড়ি চালিয়ে চলে আসে।
কুমিল্লা মুরাদনগর উপজেলা কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা বাজার থানা পূর্বধৈর পশ্চিম ইউনিয়ন এর নবীয়াবাদ গ্রামের আল-আমিনকে চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিলারশীপ বাতিল ও ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১৪ ই এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রহিম পারভেজ ও জাকির হোসেন।
অভিযোগে উল্লেখ ছিল
১০ টাকা দরে চাল আত্মসাৎ এবং ডিলার মোহাম্মদ আল-আমিন হওয়া সত্ত্বেও ডিলার পরিচালনা করেন, বর্তমান ৫ নং পূর্ব ধৈর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান এর ছোট ভাই মোঃ ইকবাল হোসেন।
চাল উত্তোলন করার পর, একদিন বিতরণের পর গোডাউন থেকে মোঃ ইকবাল হোসেন অটোরিকশা দিয়ে সরকারের দেওয়া ১০ টাকা দামের চাল বস্তা থেকে খুলে অন্য বস্তায় স্থানান্তর করার সময় স্থানীয় জনপ্রতিনিধি অলেক মেম্বার বাধা দেয়।
কিন্তু সে বলে অামার এলাকায়
বিতরনের জন্য নবীয়াবাদ নিতেছি।
পরবর্তীতে অটোরিকশায় করে মোঃ ইকবাল হোসেন বর্তমান চেয়ারম্যান শরিফুল ইসলামের বাড়িতে নিয়ে যান।
অারো অভিযোগ করেন বিতরণ না করে জোর করে দুইবার টিপ নিয়ে নেয়। ।
একাদিক স্থানীয় প্রতিনিধিরা জানান, গত মাসে চাল বিতরণ হয়নি,
বুধবার সকাল দশটা থেকে মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম কমল এর নেতৃত্বে সংশ্লিষ্ট ইউনিয়নে সরোজমিনে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
তদন্তে, কার্ড বিতরণে অনিয়ম ধরা পড়ে।
ওই কার্ডের বিপরীতে গত মার্চ মাসে বিতরণকৃত মাস্টাররোলে বিতরনে তথ্যে অনিয়ম পান আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস মুঠোফোনে জানান, অনিয়মের অভিযোগে ওই ডিলার এর ডিলারশিপ বাতিল সহ ৭দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।