কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলায় মেরিন ড্রাইভ এলাকায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মো. শফির বিলের হোটেল রয়েল টিউলিপসংলগ্ন মেরিন ড্রাইভ বিচ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে স্থানীয় জেলেরা গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন। এর পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জু জানান, ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
ঘটনাস্থল থেকে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।