প্রত্যয় স্পোর্টস ডেস্ক: ‘অধিনায়ককে যেতে দেব না, বোর্ডের পদত্যাগ চাই’, এমনই স্লোগানে ক্যাম্প ন্যুতে চলছে বার্সেলোনা ভক্তদের বিক্ষোভ। অনানুষ্ঠানিকভাবে আসা লিওনেল মেসির ক্লাব ছাড়ার সিদ্ধান্তে কাতালান শহরে এমনই প্রতিক্রিয়া ফুটবলপ্রেমীদের।
মঙ্গলবার যখন গণমাধ্যমগুলো নিশ্চিত করে যে আর্জেন্টাইন খুদে জাদুকর বার্সা ছাড়ার সিদ্ধান্ত ক্লাবকে জানিয়েছেন, তখন থেকে ক্যাম্প ন্যুর বাইরে জমতে থাকে ভিড়। কঠিন এই সত্য মেনে নিতে পারছে না উত্তেজিত ভক্তরা। আর যেহেতু এখনও আনুষ্ঠানিক কোনো আসেনি, তাই হাল ছেড়ে দিচ্ছে না তারা। ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ক্লাবের প্রধান কার্যালয়ের সামনে। বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ এবং তার বোর্ডের পদত্যাগের দাবি তুলেছে মেসিপ্রেমীরা।
হাজারো ভক্তের মধ্যে হাজির থাকা ২৮ বছর বয়সি রুবেন তেরেজো ক্ষোভ উগড়ে দেন এভাবে, ‘আমি তাকে (মেসিকে) অন্য কোথাও দেখতে পারব না। আমি এটা বিশ্বাস করতে পারছি না।’ এএফপির এক প্রতিবেদনে ওই ভক্ত আরও বলেন, ‘আমি মনে করি, বার্তেমেউ এবং তার ম্যানেজমেন্টের থাকাদের পদত্যাগ করা উচিত।’ কিন্তু পদত্যাগের ভাবনা বা মেসিকে হারানোর ভয় বার্সা ম্যানেজমেন্টে আছে বলে মনে হচ্ছে না। কারণ বুধবার উত্তেজিত ভক্তদের ভিড় ঠেলেই ক্যাম্প ন্যুতে এসেছিলেন বার্তেমেউ।
এদিন ফ্রান্সিসকো ত্রিনকাওকে নিজেদের খেলোয়াড় হিসেবে গণমাধ্যমের তুলে ধরেন বার্সা সভাপতি। এই সময় মাস্ক পরিহিত বার্তেমেউয়ের চোখে-মুখে স্পষ্ট ছিল হাসির ছাপ! এরপর এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘মেধাবী এবং তরুণ ফ্রান্সিসকো ত্রিনকাও বার্সায় আসায় আমাদের স্পোর্টিং প্রজেক্টের শক্তি বাড়বে। স্বাগত।
মেসিকে হারানো দোরগোড়ায় থেকেও ক্লাবের সর্বোচ্চ অভিভাবকের ওমন স্বস্তি দেখে আন্দোলনরতদের ক্ষোভ বেড়েছে আরও কয়েকগুণ এবং জমছে ভিড় ক্যাম্প ন্যুতে। থেমে থেমে ভিড় থেকে উঠে আসছে এমন স্লোগান, ‘অধিনায়ক তোমাকে যেতে দিব না।’ একই চাওয়া ত্রিনকাওর। ৩১ মিলিয়ন মার্কিন ডলারে কাতালান ক্লাবে যোগ দেওয়া ২০ বছর বয়সি ফরোয়ার্ড দেখছেন মেসিকে সতীর্থ হিসেবে পাওয়ার স্বপ্ন, ‘অবশ্যই আমি চাই সে থাকুক। তবে দেখা যাক কী হয়।’ তবে বাস্তবতা বলছে ভিন্ন কিছু। কেননা, আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বার্সায় মেসি এখন সাবেক। কিন্তু ভক্তদের বিশ্বাস, মিথ্যা প্রমাণিত হবে এই সত্য এবং প্রিয় অধিনায়ককে হারাবেন না তারা!