রংপুর জেলা প্রতিনিধিঃআজ রবিবার (২১ মার্চ) দুপুরের দিকে নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীরা জিলা স্কুলের সামনে এই মানববন্দন ও বিক্ষোভ মিছিল করে।
শিক্ষার্থীদের অভিযোগ যে, ধার করা শিক্ষক ও রোগী দিয়ে ক্লাস করিয়ে প্রতারণার মাধ্যমে তাদের শিক্ষা জীবন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে নর্দান মেডিকেল কর্তৃপক্ষ, এমনকি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে ।এই তারা কারণেই অন্য মেডিকেল কলেজ হাসপাতালে মাইগ্রেশনের সুযোগ দেয়ার দাবি জানিয়ে আন্দোলন করছেন। মাইগ্রেশনের চুড়ান্ত সিদ্ধান্ত লিখিত ভাবে যতক্ষন পর্যন্ত জানানো হবে না ততক্ষন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
ঘটনা সূত্রে জানা যায়, রংপুর নর্দান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গত প্রায় দেড় মাস থেকেই এই মাইগ্রেশনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।
রিপোর্টঃ মোঃ সোলেমান হোসেন শ্রাবণ।