চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর কার্য্যালয় বাংলাদেশ অর্থৈনতিক অঞ্চলের আয়োজনে ও সিটি ইকোনমিক জোনের সহযোগিতায় রাঙামাটিতে ২৪০ জন কর্মহীন, অসহায়, দুস্থ ও গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় রাঙামাটি সার্কিট হাউজ প্রাঙ্গনে অসহায় পরিবারদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ অর্থনৈতিক কর অঞ্চলের চেয়ারম্যান পবন চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমাসহ অন্যান্য কর্মকর্তা।
এসময় রাঙামাটির ৩শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।