রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে আবারো গলায় ফাঁস দিয়ে এক পুলিশ কনস্টেবলের আত্মহত্যার খবর পাওয়া গেছে। তার নাম জয় দে (২২)। সোমবার ভোরে সদর উপজেলার মানিকছড়ি আরশিনগর পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। জয় দে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার চিকদাইর জানালী হাটের রঞ্জিত দে’র ছেলে ছিলেন। জেলা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে।
পুলিশ জানায়, এদিন ভোরে আরশিনগর পুলিশ ক্যাম্পের পাশে একটি গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জয়। প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা পুলিশের। তার সহকর্মীদের ভাষ্য মতে, জয় প্রায় সময় ফোনে একটি মেয়ের সঙ্গে কথা বলত। সে সময় মেয়েটির খুব উচ্চবাচ্য শোনা যেত। এতে উভয়ের মধ্যে প্রচন্ড রাগারাগির ধারণাও পাওয়া যেত। সম্ভবত সেটিকে ঘিরে জয় আত্মহত্যার পথ বেছে নিতে পারে।
পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন জানান, কনস্টেবল জয় শহরের আরশিনগর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিল। তার আত্মহত্যার কারণটি প্রাথমিকভাবে প্রেম সংক্রান্ত বলে ধারণা পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, তার আগে নতুন পুলিশ লাইনসহ এই বছরে দুইজন পুলিশ আত্বহত্যা করেছে।