রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে বন বিভাগের ঝুকিপুর্ণ বহু বছর গাছ ধসে পড়ে চারটি কাচা দোকানের ভাংচুর হয়ে ব্যাপক ক্ষতি হয়। মঙ্গলবার সকালে শহরের পিডিবির রেষ্টহাউজের সামনে সড়ক সংলগ্ন সামনে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এতে কোন মানুষ ও ব্যবসায়ীর আঘাত পাইনি। প্রধান সড়ক থেকে চম্পকনগর মোড় হতে ট্রাইবাল আদম- কৃষি অফিস ও ফরেষ্ট কলোনীর চলাচলের সড়কের উপর বন বিভাগের বিশাল একটি জাম গাছ উপচে পড়ে সড়কের পাশে চারটি দোকান ভেঙ্গে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। অল্পের জন্য রক্ষা পেল পথচারিরা ও দোকানদারা।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা ও প্রত্যদর্শীরা জানান, বন বিভাগের বড় বড় বিশাল দু’টি গাছ দীর্ঘ দিন ধরে ঝুকিপূর্ণ অবস্থায় আছে। ঝুকিপূর্ণ গাছ কেটে ফেলতে বার বার বলার পরও বন বিভাগ এ নিয়ে কোন মাথা ব্যথা ছিল না। এখন দুর্ঘটনার পরে তাদের টনক লড়েছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পিছনে আরো ১টি ঝুকিপূর্ণ বিশাল গাছ রয়েছে। সেটা অচিরেই কেটে ফেলা না হলে বড় ধরনের ক্ষয় ক্ষতির আশংকা রয়েছে।
জানা গেছে, গাছ পড়ে দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ বোরহান উদ্দিন মিঠু। এনডিসি বন বিভাগকে ডেকে বলেন, দ্রুত সময়ে যেন পড়ে যাওয়া গাছটি কেটে রাস্তা পরিস্কার করে দেওয়া হয়। ঝুকিপূর্ণ অপর গাছটি যেন দ্রুত সময়ের মধ্যে কেটে ফেলা হয়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জার মোঃ মাহবুব আলম বলেন, মনে হয় গত কয়েক দিনে গাছের গোড়ায় মাটি নরম হয়ে গেছে। যার কারনে ধারন ক্ষমতা ধরে রাখতে না পেরে উপচে পড়েছে। পড়ে যাওয়া গাছের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। অপর দিকে আরেকটি ঝুকিপূর্ণ গাছ রয়েছে সেটি বিভাগীয় বনকর্মকর্তাও নির্দেশে দ্রুত সময়ে কেটে ফেলার সিদ্ধান্ত গ্রহন করা হবে।