ওয়েব ডেস্ক: ছাত্র সমাজের রং-তুলির আঁচড়ে বদলে যাচ্ছে রাঙামাটি শহরের বিভিন্ন দেয়ালের চিত্র। স্থানীয় অধিবাসীদের সংস্কৃতি, আন্দোলন, অধিকার তুলে ধরার পাশাপাশি সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন দিক তুলির রংয়ে তুলে ধরেছেন শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে প্রতিদিনই রং-তুলি নিয়ে নেমে পড়ছেন তারা।
ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে রাঙামাটি শহরের বিভিন্ন দেয়ালে রং-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বয়সী ছেলে-মেয়েরা দেয়াল লিখনেও অংশ নেয়। শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে দেয়ালগুলোতে যেন ফুটে উঠতে শুরু করেছে বর্তমান প্রজন্মের মেধা ও বুদ্ধিদীপ্ত চেতনা। দেশপ্রেম ও দায়িত্বের জায়গা থেকে এইকাজে অংশ নিচ্ছেন ছোট-বড় সব বয়সী শিক্ষার্থী।
রাঙামাটির বাসিন্দা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুবিমল চাকমা বলেন, আমরা গ্রাফিতির মাধ্যমে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি। তাদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই আমাদের এই আয়োজন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের শিক্ষার্থী জোসেফ চাকমা বলেন, কোটা আন্দোলনে শহীদ হওয়া মীর মুগ্ধ ভাইয়া আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি ছিলেন আমার সিনিয়র। তার সেই ‘পানি লাগবে, পানি’—এই কথাটা আমার এখনো কানে বাজে, তাই আমি আজ তাকে এবং তার সেই কথাটাকে দেয়ালচিত্রে ফুঁটিয়ে তুলেছি।
রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী হুমাইরা জান্নাত বলেন, আমরা যারা এখানে গ্রাফিতি আঁকার কাজ করছি তারা সবাই কলেজের প্রাক্তন শিক্ষার্থী। আমাদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন। আমরা বিশ্বাস করি, তরুণদের হাত ধরেই বাংলাদেশে নতুন সূর্য উদিত হবে। তাই আমাদের এই আয়োজন ও অংশগ্রহণ।
তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণ। রাঙামাটির দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ফজলে এলাহি বলেন, আমরা তরুণদের চোখেই আগামী দিনের বাংলাদেশকে দেখি। তরুণরা যেভাবে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছে তা সত্যিই অনবদ্য। তাদের এই দেয়ালচিত্রের মাধ্যমে দেশকে এবং দেশের সম্ভাবনাকে ফুটিয়ে তোলার চেষ্টা সত্যিই প্রশংসনীয়।