চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি প্রতিনিধি :
আসন্ন রমজানকে সামনে রেখে কোন অসাধু ব্যাবসায়ী যাতে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও পণ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারে সে দিকে লক্ষ্য রাখার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন রাঙামাটির একটি সুনাম রয়েছে তা আমাদের সকলকে ধরে রাখতে হবে। তিনি বলেন রাঙামাটি জেলা প্রশাসনের মোবাইল টিম গুলো সক্রিয় থাকবে বলে সভায় অবহিত করা হয়।
মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে আসন্ন পবিত্র রমজান মাসে জেলার বাজার সমুহ গুলোর দ্রব্যমুল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জরুরী সভায় তিনি এ আহবান জানান।
সভায় জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ডি এসবি)মো মারুফ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো মামুন , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি উপ পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক, জেলা বাজার কর্মকর্তা মো এমদাদুল হক সহ জেলা শহরের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সকল বাজার গুলোতে সকল দোকান গুলোয় মুল্য তালিকা এবং বাজার মুল্য স্থিতিশীল রাখার বিষয়ে বেশ কিছু সিন্ধান্ত গ্রহন করা হয়। যে কোন মুহুর্তে বাজার মনিটরিং কমিটির নেতৃবৃন্দ ও মোবাইল কোর্টের নেতৃবৃন্দ বাজার মনিটরিং করবে। কোন দোকানে যদি মুল্য তালিকা না থাকে এবং অধিক মুনাফার মাধ্যমে ক্রেতাদের আর্থিক ক্ষতি করা হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন : রাঙামাটির শহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আওয়ামীলীগের সহায়তা প্রদান