নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পুনাকের দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ রাঙামাটিতে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষ্যে গরীব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। সোমবার দুপুরে রাঙামাটি পলওয়েল পার্কে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর সভানেত্রী লাক্সমী এর সভাপতিত্বে পুনাক সহ-সভাপতি মহমিনা আক্তার, সদস্য সোনিয়া, সালেহা আরিফ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পুনাম সভানেত্রী লাক্সমী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও দুস্থ মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের এই আয়োজন। যাতে ঈদের দিন সকল মানুষ একসাথে আনন্দ করতে পারে সেটাই আমাদের প্রত্যাশা।
এই সময় আরো উপস্থিত ছিলেন, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(কাপ্তাই সার্কেল) রওশন আরা রব, সহকারি পুলিশ সুপার লোপামুদ্রা মহাজন, কোতয়ালী থানার ওসি মো. আরিফুল আমিন। ঈদ সামগ্রীগুলোর মধ্যে ছিল চাল, সেমাই, তেল, কিসমিসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী। দেড়শত গরীব ও দুস্থ মানুষের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।