রাঙামাটি প্রতিনিধি: দক্ষিন এশিয়ার ৭২৫ বগকিলোমিটার কৃত্রিম হ্রদ রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছের প্রজনন বৃদ্ধির প্রতিবছর ১লা হতে ৩০ জুলাই তিনমাস মাছ আহরণ বন্ধ রাখেন জেলাপ্রশাসক।
রাঙামাটি বিএফডিসি বাজার টহল টিম, ব্যবস্থাপক মহোদয় তৌহিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক, মার্কেটিং অফিসার মোঃ সোয়েব সালেহীনের নেতৃত্বে অন্যান্য দিনের মতো ১৮ জুন ২০২১ শুক্রবার সকাল ৫ ঘটিকায় রিজার্ভ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এক শ্রেণীর অসচেতন দুষ্কৃতিকারী কাপ্তাই হ্রদের ডিমওয়ালা মাছ অবৈধভাবে আহরণ করে স্থল পথে পাচারের চেষ্টা করে। প্রাপ্ত গোপন তথ্য মোতাবেক চোরাকারবারিদের গতিবিধি দীর্ঘসময় যাবত অনুসরণপূর্বক অগ্রসর হলে বাজার মনিটরিং টিমের উপস্থিতি বুঝতে পেরে কোনো এক স্থানে মাছ গুলো ফেলে পালিয়ে যায়। উক্ত সময়ে টহল টিমের সদস্য সংখ্যা সীমিত ( ০৩ জন) হওয়ায় তাদের ধাওয়া করে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে একটি পরিত্যক্ত ভবনের বিভিন্ন জায়গা ভালোভাবে তল্লাশি করে ১ টি ২০ কেজি ও ১ টি ১৮ কেজি ওজনের কাতল মাছ এবং ৪ কেজি ওজনের ১ টি বোয়াল মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ গুলো বিএফডিসি অফিস প্রাঙ্গনে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। নিলাম মূল্য ২৬ হাজার ৭শত টাকা ।২ টি কাতল ৩৮ কেজি। বোয়াল ১ টি ৫ কেজি।
উল্লেখ্য, কাপ্তাই হ্রদের প্রজনন মৌসুমে অবৈধ মৎস্য আহরণরোধে বিএফডিসি কর্তৃক মনিটরিং ব্যবস্থাপনা জোরদার করা হলেও কিছু অসচেতন জেলে ও অসাধু মৎস্য ব্যবসায়ীদের কারণে মৎস্য পাচার রোধ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছেনা। হ্রদের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ বৃদ্ধিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা একান্ত কাম্য।