রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি
সভাপতি সুশীল সম্পাদক রাজন পুনঃনির্বাচিত
রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যকরী কমিটি পুন: গঠন করা হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি পদে সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক পদে ফজলুর রহমান রাজন পুনঃনির্বাচিত হয়েছেন।
শনিবার সংগঠনটির নিজস্ব কার্যালয়ে রাঙামাটির রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়। করোনা মহামরাীতে স্বল্প পরিসরে সংগঠনের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাধারণ সভার শেষ অধিবেশনে উপস্থিত সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছর মেয়াদে কার্যকরী কমিটি পুনরায় নির্বাচিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও দৈনিক আমাদের নতুন সময় চৌধুরী হারুনুর রশিদ ও দৈনিক সমকালের সত্রং চাকমা সহ-সভাপতি সময় টিভির যুগ্ন সম্পাদক হেফাজতুলবারী সবুজ এবং দৈনিক পুর্বদেশ প্রতিনিধি এম কামাল উদ্দিন অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সাধারণ সভায় উপস্থিত সবার মতামত ও বিস্তারিত আলোচনায় সংগঠনটির উন্নয়নকল্পে বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জুয়েলকে ও প্রথম আলোর জেলা প্রতিনিধি সাধন বিকাশ চাকমাকে স্থায়ী সদস্য অন্তর্ভূক্ত করা হয়েছে। একই সঙ্গে অন্য একটি সংগঠনে যুক্ত হওয়ায় রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাবেক সদস্য শংকর হোড়’এর পদত্যাপত্র গৃহীত হয়।
রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি