স্বাধীনতা বিরোধী শক্তি স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে এসেও দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে—- দীপংকর তালুকদার
রাঙামাটি থেকে
স্বাধীনতা বিরোধী শক্তি স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে এসেও দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে এসে আমাদেরকে আবারো নতুন করে শপথ নিতে হবে যাতে এই দেশ ও এই মাটি রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দেশের স্বার্থে আগামী প্রজন্মকে স্বাধীনতার স্বপক্ষে নিয়ে আসতে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।
২৬ মার্চ শুক্রবার রাঙামাটি শহীদ মিনারে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় দীপংকর তালুকদার এ কথা বলেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সহ সভাপাতি ও জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর সহ আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এর আগে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাঙামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার সহ দলীয় নেতাকর্মীরা।
# চৌধুরী হারুনুর রশীদ ২৬ মার্চ ২০২১
আরও পড়ুন : র্যাব আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে : প্রধানমন্ত্রী