বনানী (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেইট হয়ে টিএন্ডটি মাঠের পাশ দিয়ে বনানী যাওয়ার একমাত্র রাস্তার বেহাল দশা। খানাখন্দ আর স্থানে স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় যাতায়াতে শিক্ষার্থীসহ এলাকার হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় এ রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, ওয়্যারলেস গেইট টিএন্ডটি স্কুলের সীমানার পর থেকে বনানী ১ নাম্বার রোড গেইট পর্যন্ত রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে। পুরো রাস্তার স্থানে স্থানে দেখা দিয়েছে ভাঙন। পাকা অংশের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তাটিতে খানা খন্ধ, গর্ত, ভাঙ্গন এতো বেশি যে যান চলাচলে চালকদের লাগামহীন দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের অভিমত, এখনই জরুরি ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কার করা না হলে কিছু দিন পরে রাস্তাটির অস্তিত্ব খঁজে পাওয়া যাবে না।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি। রাস্তায় খানা খন্দের কারণে এদিকে যানবাহন আসতে চায়না ফলে যাতায়াতে অনেক ভোগান্তিতে পড়তে হয়। বর্ষাকালে স্থানে স্থানে পানি জমার কারণে দুর্ভোগ চরম আকার ধারণ করে।
অটো রিকশা চালক হাবিবুর জানান, রাস্তাটি সংস্কার হলে আমরা গাড়ি চালিয়ে পরিবার নিয়ে কোন রকম খেয়ে বেঁচে থাকতে পারতাম।
এলাকার বাসিন্দা মনিরা মনি জানান, রাস্তাটি কার্পেটিং উঠে গিয়ে বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে গর্তে পানি জমে থাকায় যানবাহন চলাচলতো দূরের কথা পায়ে হেঁটে যাতায়েতেও কষ্টকর হচ্ছে।
তিনি আরও বলেন, রাস্তাটি দ্রুত ঠিক করা উচিৎ। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধির সুদৃষ্টি কামনা করছি।