নিজস্ব প্রতিবেদকঃবহির্বিশ্বের সকল দেশের যুবলীগ ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা সভা করেছে বহির্বিশ্ব যুবলীগ।
বহির্বিশ্বের যুবলীগের আয়োজনে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন। বেলজিয়াম আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ মিনহাজের পরিচালনায় উক্ত আলোচনা উপস্থিত হয়ে আলোচনায় অংশ গ্রহণ করেছে জার্মান যুবলীগের সভাপতি আমানুল্লাহ ইসলাম, সুইডেন যুবলীগের আহবায়ক জুবাইদুল হক সবুজ, সুইডেন যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, গ্রীস যুবলীগের আহবায়ক কামরুল হাসান, ইতালি যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, দপ্তর সম্পাদক সোহেল বকসি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মহি, ফ্রান্স যুবলীগের নেতা মিজানুর রহমান, মালয়েশিয়া যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম, দক্ষিন কোরিয়া যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন মানিক, সাধারণ সম্পাদক ময়মুর সুলতান, কাতার যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, আয়ারল্যান্ড যুবলীগের আহবায়ক ইকরাম হোসেন, অস্ট্রিয়া যুবলীগ নেতা জসিম মিয়া বাবু, বেলজিয়াম যুবলীগের প্রচার সম্পাদক মোঃ আরিফ উদ্দিন, জার্মান যুবলীগের সাধারণ সম্পাদক কায়সার আলম, সাউথ আফ্রিকা যুবলীগ নেতা সায়েম রহমান, সাবেক ছাত্রনেতা কবি শুভ রাকশিত।
সভায় আরও উপস্থিত ছিলেন ইতালি যুবলীগ নেতা শাহাদাত হোসেন রনি, অনিক হাওলাদার, আমিন বেপারী, রফিক বেপারী, সাদ্দাম হোসেন, সৈয়দ সুমন, আব্দুল হালিম ফ্রান্স যুবলীগ নেতা আব্দুল বাতেন।
অনলাইন ভার্চুয়াল মিটিং এ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা এবং গান পরিবেশন করেন প্রবাসীরা।
সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক ড. সাজ্জাদ হায়দার লিটন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নব পর্যায়ের বাংলাদেশের ইতিহাসের নির্মাতা। হিমাদ্রী শিখর সফলতার মূর্ত-স্মারক, উন্নয়নের কাণ্ডারি। উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের রূপকার। বাঙালির আশা-আকাক্সক্ষার একান্ত বিশ্বস্ত ঠিকানা, বাঙালির বিশ্বজয়ের স্বপ্ন-সারথী। বিশ্বরাজনীতির উজ্জ্বলতম প্রভা, বিশ্ব পরিমণ্ডলে অনগ্রসর জাতি-দেশ-জনগোষ্ঠীর মুখপাত্র, বিশ্বনন্দিত নেতা। বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ‘নীলকণ্ঠ পাখি’, মৃত্যুঞ্জয়ী মুক্তমানবী। তিমির হননের অভিযাত্রী, মাদার অব হিউম্যানিটি। আত্মশক্তি-সমৃদ্ধ সত্য-সাধক। প্রগতি-উন্নয়ন শান্তি ও সমৃদ্ধির সুনির্মল-মোহনা। এক কথায় বলতে গেলে সমুদ্র সমান অর্জনে সমৃদ্ধ শেখ হাসিনার কর্মময় জীবন।
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের আলোচনায় ড. সাজ্জাদ হায়দার লিটন আরও বলেন, যুবলীগ’ই জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক উপাধি দিয়েছেন এবং কেন দেওয়া হয়েছে তার তিনি ব্যাখ্যা দেন। জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও জনগণের ক্ষমতায়নকে প্রতিষ্ঠিত করেছেন, বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন, এখন বিশ্বব্যাংক শেখ হাসিনার সরকারকে প্রশংসা করে অথচ পদ্ম সেতু নির্মাণ করতে বিশ্বব্যাংক টাকা ফেরৎ নিয়েছিল। এখন বিশ্বব্যাংক শেখ হাসিনার সরকারকে টাকা দেওয়ার জন্যে আগ্রহ প্রকাশ করে কিন্তু হাসিনার সরকার টাকা নেয়না। ভিশন ২০৪১ এর আগেই আমরা একটি উন্নত রাষ্ট্রে পরিনত হব ইনশাআল্লাহ। নিজ দেশে ১০ লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার উদাহরন সৃষ্টি করে মাদার অফ হিউম্যানিটি খ্যাতি লাভ করেছেন তাই আমাদের নেত্রী এখন আন্তর্জাতিক নেতা হিসেবে খ্যাতি পেয়েছেন। আমাদের নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আপাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংগঠন জি সেভেন বৈঠকে আমন্ত্রণ জানানো হয়, জাতিসংঘের সর্বোচ্চ সন্মান দেওয়া হয়। ওয়াইসির বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। সারা বিশ্বের নেত্রীবৃন্দ রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে সন্মান দিয়ে কথা বলেন, বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নাম উঠেছে সৎ, দক্ষ নেত্রী হিসাবে। আমার নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েই চলেছে তাই যুবলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিনে এতো সুন্দর ভাবে আয়োজন করা জন্যে ড. সাজ্জাদ হায়দার লিটন বহির্বিশ্ব যুবলীগের সকলকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারাণ সম্পদক মাইনুল হোসেন খান নিখিলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
সর্বশেষ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।