বিশেষ প্রতিবেদন,কলকাতা:পশ্চিমবাংলায় রিয়া চক্রবর্তীর জন্য পথে নেমেছে কংগ্রেস। অধীর চৌধুরি প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পরই দল এই সিদ্ধান্ত নিয়েছে। মুম্বইয়ের এই বাঙালি মেয়েকে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগকে জোরদার করে তুলতে চাইছে কংগ্রেস। সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্য উদ্ঘাটন মামলায় রিয়া চক্রবর্তীর গ্রেপ্তারের প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেসের সংসদীয় দলনেতা তথা প্রদেশ সভাপতি স্বয়ং। শনিবার তাঁরই নির্দেশে কলকাতায় মিছিল করে কংগ্রেস।
এর পরই মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রীতিমতো অধীর চৌধুরির বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। এমনকী, প্রশ্নও তুলে দিলেন রিয়ার বাঙালিয়ানা নিয়ে। বললেন, ‘রিয়ার সঙ্গে বাংলার কী যোগ রয়েছে? আর তাঁর জন্যই পথে নেমেছে কংগ্রেস? এটা কংগ্রেসের লজ্জা। কারণ, তারা একজন আসামির জন্য পথে নামছে!’ উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য ঘিরে বেশ কিছুদিন ধরেই মুম্বই তথা হিন্দি সিনেমাজগতে তোলপাড় চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার হাতে নিয়েছে। তার পরই ‘কেঁচো খুঁড়তে কেউটে’র মতো অনেক তথ্য সামনে আসতে শুরু করেছে। সিনেমার সঙ্গে জড়িয়ে গিয়েছে অন্ধকার জগৎ এবং রাজনীতিও। গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী–সহ বেশ কয়েকজন।
সেই ঘটনার আঁচ এসে পড়েছে কলকাতায়ও। কিছু মিডিয়ার পাশাপাশি সংস্কৃতি জগতের কয়েকজন রিয়ার পক্ষে মুখ খুলেছেন। সবাই না হলেও বিষয়টি নিয়ে সরব হয়েছেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরি। ঘটনাটিকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন। এর সঙ্গে বিহারের রাজনীতি জড়িয়ে রয়েছে বলে তাঁর অভিযোগ। তাই তাঁর নির্দেশে রিয়ার সমর্থনে কলকাতার রাস্তায় মিছিল করে কংগ্রেস। যদিও রাজনৈতিক মহলের ধারণা, কলকাতা তথা সমগ্র বাংলায় অধিকাংশ বাঙালিরই রিয়ার প্রতি তেমন একটা সমর্থন নেই। বেশির ভাগেরই ধারণা, এই ঘটনার সঙ্গে রিয়া কোনও না–কোনও ভাবে জড়িয়ে রয়েছেন। আর পুরো ঘটনাটিই নেতিবাচক। তাই সংবাদ মাধ্যমে কিছু বিশেষজ্ঞ বিষয়টি নিয়ে চর্চা করলেও তা সাধারণ মানুষের ওপর তেমন প্রভাব ফেলছে না।
রবিবার কলকাতার কলেজ স্ট্রিটে দিলীপ ঘোষ চা–চক্র কর্মসূচি করেন। সেখানেই রিয়ার সমর্থনে কংগ্রেসের করা মিছিলের সমালোচনা করেন করেন তিনি। রিয়াকে তিনি ‘আসামি’ বলেও উল্লেখ করেন। পাশাপাশি রিয়াকে সমর্থনের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতিকে বেঁধেন। তিনি জানান, কেউ কেউ এমন মনোভাব দেখাচ্ছেন যেন রিয়া বাঙালির আদর্শ। তাঁর গ্রেফতারে বাঙালি আক্রান্ত। কিন্তু বাংলায় অসংখ্য মনীষী জন্ম নিয়েছেন। তাই বাঙালির আদর্শের অভাব নেই। কোনও আসামির জন্য বাঙালি চোখের জল ফেলবে না। আইন আইনের পথেই চলবে।