প্রত্যয় ডেস্ক রিপোর্ট :RAB-5 এর অভিযানে চোলাইমদ উদ্ধারসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী হাতেনাতে গ্রেফতার।
RAB-5, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৫/০৭/২০২০ ইং তারিখ বিকাল ০৪:১৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাথীন আমনুরা থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী নবাব অটো রাইচ মিলের দক্ষিনে পাঁকা রাস্তার উপরে চেকপোষ্ট পরিচালনা করে।
অভিযানে, ১১২ বোতল ৪০০ মিঃলিঃ = ৪৪.৮০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ০১ টি মটরসাইকেল, মোবাইল সেট- ০২ টি, সিম কার্ড-০৩ টি, মেমোরী কার্ড-০১ টি, ভিসা কার্ড-০৩ টি এবং নগদ-৭০০/- (সাতশত) টাকা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ আব্দুল্লাহ আল মাহবুব (২৬), পিতা-মোঃ আমিরুল ইসলাম, মাতা- মোছাঃ লতিফা বেগম, ২। মোঃ মুশফিকুর জামান শিমুল (২৯), পিতা-মোঃ খাদেমুল ইসলাম, মাতা- মোছাঃ মমতাজ মহল, উভয় সাং-টিকরামপুর মধ্যপাড়া,ওয়ার্ড নং-১৩ (পৌরসভা), থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ দ্বয়’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
মাদক-কে না বলুন।