1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

“লাখোপতি” কিশোরগন্জের নারী উদ্যোক্তা……

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৮০১ Time View

প্রত্যয় ডেস্ক রিপোর্ট:কিশোরগন্জের মেয়ে মাহফুজা খানম সুমা।ব্যবসায়িক পরিবারে বেড়ে ওঠা এক প্রানোচছল তরুণী। ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা শেষ করলেও ঘরকন্যাতেই যেন প্রশান্তি খুঁজে পেতেন।সব সময় স্বপ্ন দেখতেন নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ার ।করোনা র লকডাউনে খোঁজ পেলেন তার কাংখিত স্বপ্নের ।যুক্ত হলেন (WE) পরিবারের সাথে। কাজ করা শুরু করলেন কিশোরগন্জের ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ , মায়ের হাতের পিঠা আর চ্যাপা শুটকি নিয়ে ।প্রথম অর্ডার পেলেন ২১ ই জুলাই। তারপর শুধু ই ব্যস্ততা আর ব্যস্ততা । মাত্র কয়েক মাসের ব্যবধানে বনে গেলেন লাখোপতি। অনেক অনেক অভিনন্দন আপনাকে।

উল্লেখ্য দেশের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক উদ্যোক্তাদের প্লাটফর্ম হলো Women and e- commerce ( WE) । ৯ লক্ষাধিক মেম্বার এর এ গ্রুপে এ প্রতিদিন তৈরী হচছে নতুন নতুন উদ্যােক্তা, কর্মঠ হচছে মানুষ সচল হচ্ছে অর্থনীতি চাকা। এভাবে চলতে থাকলে খুব অচিরেই হয়ত আমরা সোনার বাংলা র দেখা পাবো। WE এর দুইজন প্রধান কর্ণধার রাজীব আহমেদ আর নাসিমা আক্তার নিশা কে অনেক অনেক ধন্যবাদ এমন মহত উদ্যোগ গ্রহনের জন্য । সেই সাথে সকল উদ্যোক্তা দের জন্য রইল শুভ কামনা।

নিম্নে মাহফুজা খানম সোমার ফেইসবুক স্টেটাসটি হুবুহু দেয়া হলো :

আমিও লাখোপতি হয়ে গেলাম।
আলহামদুলিল্লাহ।

শুধুমাত্র উই এর মেম্বারদের কাছেই আমার সেল ১,০২,০৪৫ টাকা।

উইতে একটিভ থাকার ফল পাচ্ছি। মাঝে ২০ দিনের মতো কম একটিভ ছিলাম পরিবারের ঝামেলায়।
না হয় আনন্দটা আরো আগেই পেতাম।

আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, কিছুক্ষন আগে বসলাম হিসেব নিয়ে। সেই কি আনন্দ আমার বুঝাতে পারবো না।

উই তে এসেই আমি খাবার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

রাজীব স্যার Razib Ahmed আর নিশা আপুর
নাসিমা আক্তার নিশা কাছে আমি অনেক বেশী বেশী কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষমতা যদি থাকতো পুরাটা দিয়েই তা প্রকাশ করতাম।

আর আপনাদের এত্ত সাপোর্ট আর ভালবাসা না পেলে আজকের এই আনন্দ থেকে হয়তো বিরত থাকতাম।

আমার লাখোপতি হওয়ার সবশেষ কাস্টমার এই গ্রুপের মেম্বার Afroza Rumi যিনি আমার বড় বোন। এবং খুশিতে আমার জন্য প্রিয় দোলনচাঁপা নিয়ে আসছে।

আমার পরিবার, বন্ধু, রিলেটিভ ছাড়া আমি আজকে অসম্পূর্ন। কম বেশি সবাই উই গ্রুপেই আছে।

তবে সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি, যার জন্য আমি পিঠা নিয়ে কাজ করার সাহস পেয়েছি ওনি আমার মা
Renu Renu আম্মা অনেক কষ্ট করে আমাকে এখানে নিয়ে আসছে।

আমি কিশোরগঞ্জ এর মেয়ে, তাই কাজ করছি কিশোরগঞ্জ এর চ্যাপা শুটকি, প্যারা সন্দেশ, দুধের নাড়ু, নকশীপিঠা ও আমার মায়ের হাতের মতিচুর পিঠা নিয়ে।

পরিশেষে একটা কথা বলবো- যারা কোন বাধা বিপত্তির সম্মুখীন হয়নি, তাদের থেকে যারা বাধা অতিক্রম করে এসেছে, তাদের ক্ষমতা এবং আত্নবিশ্বাস অনেক বেশি।

সোমা
ওনার অফ – Shoma’s Food Plus

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..