মিজানুর রহমানঃলালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার সিন্ধুর্নায় ব্যাবসায়ীর গোডাউন থেকে খাদ্য বান্ধব কর্মসূচির১২০বস্তা চাল পাচার কালে উদ্ধার।
১৯ এপ্রিল রবিবার গভীর রাতে হাতিবান্ধা উপজেলার সিন্ধূর্না এলাকার চাউল ব্যাবসায়ী শাজাহানের গোডাউন থেকে চাল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে,হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে রাত তিনটায় শাজাহানের গোডাউনে অভিযান চালান।এসময় গোডাউনে মজুদ সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১০টাকা দরের ৩০ কেজির বস্তা ১২০বস্তা চাল জব্দ করেন।উদ্ধারকৃত চালের উপযুক্ত কাগজ দেখাতে ব্যার্থ হন গোডাউনের মালিক।চাল পাচারের উদ্দেশে আনা ট্রলির চালক দুখু মিয়াকে কে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজির হোসেন (তদন্ত)ঘটনার কথা স্বীকার করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলিচালক দুখুমিয়া স্বীকার করে চাল পাচারের উদ্দেশ্যে ট্রলি আনা হয়।গোডাউনে মজুদ খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে কালিগঞ্জ উপজেলার ভোটমারিতে পাঠানো হতো।ধৃত ট্রলি চালকের বাড়ি কালিগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নে।এই ঘটনায় হাতিবান্ধা থানায় একটি মামলা হয়েছে, চালের গোডাউনের মালিক শাজাহান পলাতক রয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর আহম্মেদ জানান উদ্ধারকৃত চাল কোন ডিলারের তা তদন্ত করে বের করা হবে।প্রয়োজনে তার লাইসেন্স বাতিল করা হবে।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..