মোঃসোলেমান হোসেন, রংপুর প্রতিনিধিঃ প্রথম রমাদান থেকে শুরু করে চলছে লাল সবুজ সোসাইটি রংপুর শাখার এই কার্যক্রম। বিকাল ৫টা হতেই প্রস্তুত ইফতারসামগ্রী। ছোলা, বুন্দিয়া, মুড়ি,জিলীপি, বেগুনী ভাঁজা। কোনদিন খিঁচুড়ি অথবা বিরিয়ানির প্যাকেট। ইফতারের ঠিক পূর্ব মূহুর্তে কিছু তরুণ প্রজন্মের যুবক সেই ইফতারসামগ্রী বিভিন্ন দিন বিভিন্ন এলাকায় গিয়ে রোজাদার মানুষের মাঝে বিতরণ করা হয়। এভাবে পুরো রমজান জুড়ে রোজাদারদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ সোসাইটি রংপুর জেলা শাখা ’।
ধারাবাহিক কার্যক্রমের ন্যায় আজ তারা ২১০ পরিবারের মাঝে এই ইফতার বিতরণ কার্যক্রম করে কাউনিয়া থানায়।
এসময় রংপুর জেলা শাখা’র লাল সবুজ সোসাইটি সভাপতি মোঃ রাকিবুল হাসান বলেন এ কার্যক্রমের আওতায় পুরো রমজান জুড়ে জেলার বিভিন্ন এলাকায় পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হবে।ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীবী জনগণের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন বাকি দিন গুলোতে ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ।
এসময় কাজ করে যাচ্ছে লাল সবুজ সোসাইটি রংপুর জেলা শাখা’র কিছু তরুণ ছেলে মেয়ে । তারা সব সময় মানুষের পাশে এসে দাঁড়াতে চায় এমন টা জানিয়েছেন।