শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ওই শিক্ষার্থীর নাম তৌহিদুল আলম প্রত্যয়। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নতুন বাজার এলাকায় নিজ মেসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল।
তিনি বলেন, ‘খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশও ঘটনাস্থলে এসেছে। প্রত্যয় কী কারণে আত্মহত্যা করেছে, তা এখনো জানা যায়নি। এর আগে আরো দুয়েকবার সে আত্মহত্যার চেষ্টা করেছিল।’
সহকারী প্রক্টর ড. আলমগীর কবীর বলেন, ‘ধারণা করা হয় ব্যক্তিগত হতাশার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে তরুণ মেধাবী ছাত্র প্রত্যয়।’
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হুদা খান বলেন, ‘আনুমানিক নয়টায় (সোমবার রাত ৯টা) প্রত্যয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা এটাকে আত্মহত্যা বলেই ধারণা করছি। মেডিকেল রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।’