প্রত্যয় নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রীর নামে ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে চাঁদপুরে ৩ কলেজ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে ফরক্কা কলেজ থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার ফরক্কা কলেজের একটি কক্ষ ব্যবহার করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির নামে ভুয়া ফেসবুক আইডি খোলাসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিলেন তথ্য প্রযুক্তি বিষয়ক শিক্ষক নোমান সিদ্দিকী ও ইসলামের ইতিহাসের শিক্ষক জাহাঙ্গীর হোসেনসহ ৩ শিক্ষক।
এ ঘটনায় আবদুল মান্নান নামে স্থানীয় এক স্কুলশিক্ষক আইসিটি আইনে তাদের বিরুদ্ধে মামলা করলে তদন্ত শুরু করে পুলিশ। পরে কলেজের আইটি রুম থেকে হাতেনাতে ৩ শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
দৈনিক প্রত্যয় / জাহিরুল মিলন