মহিউদ্দীন আহমেদ, সিউড়ী:অবিলম্বে সর্বনাশা কৃষি বিল বাতিল করা, রেগা প্রকল্পে সমস্ত গরীব মানুষকে একশো দিনের পরিবর্তে ২০০ দিনের কাজ ও ৩০০ টাকা মজুরি দেওয়ার, আয়কর দেন না এমন সব পরিবারকে মাসিক মাথাপিছু ১০ কেজি চাল ও গম দেওয়া সহ মোট ১৬ দফা দাবিতে বীরভূমের রাজনগর ব্লকের বিডিওকে স্মারকলিপি দিলো বামফ্রন্ট। বুধবার সিপিআইএম সহ বামফ্রন্টের শরিক পার্টি ও অনান্য সংগঠন একত্রিত হয়ে স্মারকলিপি জমা দেন রাজনগরের বিডিওকে। এদিন এই স্মারকলিপি প্রদান করা হয় রাজনগর এড়িয়া কমিটির উদ্যোগে।
দু হাজার একুশের বিধানসভা নির্বাচন হতে এখনও ঢের বাকী। তার অনেক আগে থেকেই জোর কদমে সর্ব শক্তিদিয়ে ময়দানে নেমে পড়েছে বামেরা। লক ডাউন সময়কাল থেকে একাধিক দাবীদাওয়া নিয়ে বারংবার রাস্তায় নেমেছে বামেরা। সঙ্গে সঙ্গী তুলনামূলক ভাবে সাংগাঠনিক ভাবে দুর্বল দল কংগ্রেসকে। বুধবার রাজনগরে বিডিওকে স্মারকলিপি দিয়ে বামেরা যেমন তাদের সাংগঠনিক শক্তির জানান দিলো তেমনি একই
দিনে বীরভূমের উত্তরে মুরারই থানা এলাকার মুর্শিদ পাড়া গ্রামের ডুমুর গ্রামে, মহঃবাজার সহ উত্তরপ্রদেশের ধর্ষণের প্রতিবাদে ছাত্র, যুব, মহিলাসমিতির উদ্যোগে মিছিল ও পথসভা হয়। এখানে বামেরা দাবী করে কিশোরী ধর্ষনে অভিযুক্তদের কঠোর সাজা দিতে হবে।