বিশেষ সংবাদদাতা,কলকাতা:
লকডাউনের মধ্যেই বড় খবর। বিশপ লেফ্রয় রোডের বাড়িতে অস্কার জয়ী বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের গুপ্তধন খুঁজে পেলেন ছেলে সন্দীপ রায়। স্বভাবতই বাংলা শিল্প ও সংস্কৃতি মহলে খুশির হাওয়া।
করোনা আতঙ্কে যখন গোটা মহানগরী থম মেরে রয়েছে, তখনই সুখবর দক্ষিণ কলকাতার রায় বাড়িতে। সত্যজিৎ অসামান্য কীর্তির বেশ কয়েকটি নিদর্শন ও প্রমাণ আবিষ্কার করলেন তাঁর ছেলে পরিচালক সন্দীপ রায়। এই গুপ্তধনগুলির মধ্যে রয়েছে সত্যজিৎ রায়ের তোলা একশোটি ছবি। ছবিগুলির কথা ইতিপূর্বে রায় পরিবারের কেউই জানতেন না। হাজারটির মতো নেগেটিভও পাওয়া গিয়েছে, যেগুলি আগে কখনও দেখা হয়নি কারও।
সত্যজিৎ রায় পরিচালিত প্রথম দিকের সিনেমাগুলির স্টিলছবিরই নেগেটিভ এগুলি। পাওয়া গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ চিঠিপত্র এবং টেলিগ্রাম। এইসব চিঠিপত্র এবং টেলিগ্রাম তাঁকে করেছিলেন আন্তর্জাতিক স্তরের তাবড় সব ব্যক্তি। তাঁদের মধ্যে রয়েছেন আর্থার সি ক্লার্ক, আকিরা কুরোসায়া, রিচার্ড অ্যাটেনব্যরো, ফ্রাঙ্ক কাপরা প্রমুখ।
সন্দীপ রায় জানিয়েছেন, লকডাউনের অবসরে বাড়িতে অনেক কিছুই খুঁজে দেখছিলেন তিনি। সত্যজিৎ রায়ের ঘরের কিছু জিনিসপত্র খুঁটিয়ে দেখতে গিয়ে এইসব জিনিস পান। এগুলি যে সেখানে ছিল, তা তাঁর জানা ছিল না।