ভূতুড়ে বিকেল
সত্য ঘটনা অবলম্বনে কোন এডিট করা পিকচার নয়
২০১৬ এক বিয়ের অনুষ্ঠানে লন্ডনের থ্রী রিভার গল্ফ ক্লাবে চেমস ফোর্ড আমার গেছি , খাওয়া দাওয়া শেষে সবাই সেল্ফি আর ফ্যামিলি কুলফি তোলায় ব্যাস্ত , হঠাৎ আমার মেয়ে কান্না করতে করতে আসলো ওর হাত পা কাঁপছে কিন্তু মুখে দিয়ে কোন কথা বের হচ্ছে না আমি তো ভয় পেয়ে গেলাম সাথে যারা আমার পাশে ছিল সবাই ভাবছি কোন ছেলে হয়ত কিছু করেছে , আমারও হাত পা ঠান্ডা হয়ে আসার উপক্রম , সবাই রাওনাকের কান্না চুপ করালাম কিছুক্ষন পর ,আর ঘটনা কি জানতে চেষ্টা করলাম , তখন বললো হল থেকে বের হয়ে আসার সময় ফ্লোরে হঠাৎ পড়ে যায় কিন্তু কিভাবে পড়লো কিছু মনে করতে পারছেনা , যাই হোক কিছুক্ষন পর আমদের ঘরে ফেরার পালা সবাই চলে আসলাম ঘরে , ২/৩ দিন পর আমার মেয়ে তার সেল্ফি গুলো দেখছে আর দৌড়ে আসলো আমার কাছে আমি নিজেও ভয় পেয়ে গেলাম , সেদিন যে পড়ে গেছিলো তার কিছু সময় আগে মেয়ে একলা টয়লেটে যায় আর ওখানেই সেল্ফি গুলো তুলেছিল।
সাথে কেউ ছিলনা বা বাথরুমেও কেউ ছিলনা ,কিন্তু ছবিতে দেখলাম একটা হাত আমার মেয়ের পিছন থেকে মেয়ে কে ধরে আছে , বাথরুম থেকে বের হবার পরই নাকি হঠাৎ পড়ে যায় বাট কেনো বুঝতে পারেনি , মানে শাড়ীতে পা লেগে বা হোচট খেয়েও পড়ে এমন কিছুই ছিলনা , কে যেনো মেয়েকে ফেলে দিয়েছিল , তখন কয়েক মিনিট কথা বলার মতো শক্তি ছিলনা আমার মেয়ের, আমি ছবিটা হুজুরকে দেখালাম ,সাথে এস্তেখারা করতে বললাম যে মেয়ের সাথে কিছু লেগে গেলো কি না , হুজুর পরের দিন জানালেন ঐ বাথরুমে ছোট একটা বাচ্চার কিছু ছিল আর যখন বের হয় আসে তখন আমার মেয়েকে ফেলে দেয়, ভাগ্য ভালো সাথে লাগেনি বা আসেনি বা লাগেনি পিছনে একটা ছোট বাচ্চার কালো হাত ধরা পড়ে পরে ছবিতে , কিন্তু সত্যিই বাথরুমে মেয়ের সাথে কেউ ছিলনা
লেখিকা:ফাতেমা ফেরদৌস রেসিম,লন্ডন।