নিজস্ব প্রতিবেদক : জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সরকারি ওষুধ চুরি করে বিক্রির সময় এক ফার্মাসিস্টসহ দুজনকে হাতেনাতে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেড় লাখ টাকা মূল্যের সরকারি দামি ইনজেকশন জব্দ করা হয়।
এনএসআই সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে সরকারি ওষুধ বিক্রি করে আসছিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কয়েকজন কর্মচারী। এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে গোপনে হৃদরোগ ইনস্টিটিউটে অবস্থান নেয় এনএসআইয়ের একটি দল। এ সময় ইনস্টিটিউটের ফার্মাসিস্ট নির্মলকে সরকারি ওষুধ বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে সরকারি দেড় লাখ টাকার ইনজেকশন জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদে ওষুধ চুরি চক্রের সহযোগী একই ইনস্টিটিউটের স্টোর ইনচার্জ বশিরউদ্দিন আহমেদের নাম এলে তাকেও আটক করা হয়।
তাদের কাছ থেকে ২০০ পিস (ক্লাক্সো৬০ ইনজেকশন), ৩০ বক্স (ক্লন্ট ৭৫) ওষুধ জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক দেড় লাখ টাকা, যা বাইরে মাত্র ৫০ হাজার টাকায় বিক্রির চেষ্টা চলে। আটক দুজনকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করেছে এনএসআই। শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী জানান, আটক দুদুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।