ওয়েব ডেস্ক: গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, জনগণ রাজপথে নেমেছে, এ রাজপথ তারা আর ছাড়বে না। কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে বিপ্লবী জনতা বিজয় অর্জন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।
শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় মতিঝিল গণফোরাম চত্বরে শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় যুগপৎ ধারায় মহাসমাবেশ পালন করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।
সুব্রত চৌধুরী বলেন, ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচিত হয়ে সরকার বলেছিল এটা নিয়ম রক্ষার নির্বাচন। কিন্তু এ স্বৈরাচার সরকার আর নির্বাচন না দিয়ে দীর্ঘ সময় লুটপাট করে ব্যাংকগুলো ধ্বংস করেছে। দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ’তে পাঠিয়ে দিয়েছে। ২০১৮ সালে সুষ্ঠু নির্বাচনের কথা বলে নিয়মিত বিরোধী দলের সাংসদ প্রার্থী ও কর্মীদের ওপর ন্যাক্কারজনকভাবে পুলিশ ও দলীয় বাহিনী কর্তৃক মামলা ও হামলা চালিয়ে রাতে ভোট চুরি করে ক্ষমতা দখল করা হয়।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আবদুল কাদের বলেন, এক দফার দাবিতে জনগণ রাস্তায় নেমেছে, দাবি না আদায় হওয়া পর্যন্ত এ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাবে জনগণ।
সমাবেশ আরও বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি একেএম জগলুল হায়দার আফ্রিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।