রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি পার্বত্য পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু বৃষকেতু চাকমাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অপ্রপ্রচার সহ মানহানি ও কটুক্তিমূলক স্টাটাস দেওয়ার অপরাধে ডিজিটাল নিরাপত্তার আইনের মামলায় বরকলের মিল্টন চাকমাকে গ্রেফতার করা হয়েছে।
(Cakma Milton) নামক আইডি থেকে রাঙামাটি জেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নানান অপ্রপ্রচার সহ মানহানি ও কটুক্তিমূলক স্টাটাস দেওয়া হয়।
পরবর্তী ০৮/০৩/২০২১ ইং তারিখ সকল স্টাটাসের স্ক্রিনশট নিয়ে বাঘাইছড়ি উপজেলার ৩৭ নং আমতলী ইউপি ছাত্রলীগের সহ সভাপতি মোস্তফা ইসলাম চৌধুীর নিজে বাদী হয়ে কোতোয়ালী থানায় হাজির হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর আওতায় একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ১০/০৩/২০২১ ইং তারিখ রাঙ্গামাটি সদর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ খান নূরুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনের ,২৫,২৬,২৯,৩১ধারায় মামলা রুজু করেছেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন : চট্রগ্রাম ডবলমুরিং এলাকায় ১ জন খুন আহত ৭
অতঃপর ১৬/০৩/২০২১ সকাল সাড়ে ৮ টায় রাঙামাটি সদর থেকে এস আই অরুপ তালুকদার তাকে গ্রেপ্তার করেছেন বলে নিশ্চিত করেছেন। সারাদেশে ডিজিটাল নিরাপক্তা আইনের সম্প্রতি ট্রাইবুনালে বিচারক নিয়োগ করেছেন সরকার।
উল্লেখ্য,মামলার বাদী ছাত্রলীগ নেতা মোস্তফা ইসলাম চৌধুীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,গত ০৮/০৩/২০২১ তারিখ আমি রাঙ্গামাটির বাসায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহার করার সময় হঠাৎ আমার প্রাণ প্রিয় নেতা ও রাজনৈতিক অভিভাবক রাঙামাটি জেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি বাবু বৃষকেতু চাকমাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে Cakma Milton নামক আইডি থেকে নানান অপ্র-প্রচার সহ মানহানি ও কুটুক্তি মূলক স্টাটাস দেয়। প্রিয় নেতার মানহানির বিষয়টি আমার অন্তরে আঘাত হানে ফলে খোজ নিয়ে দেখি লোকটি মিলটন চাকমা,পিতা- অনুরুজ চাকমা, ইন্দ্রামা ছড়া,মিটিংগ্যাছড়ি,বরকলের বাসিন্দা।
মিল্টন চাকমা রাঙামাটি সদর দেবাশীস নগরে বসবাস করছে।তার উপযুক্ত শাস্তি পেতে, ঠিকানা পেয়ে সাথে সাথে সিনিয়র নেতাদের পরামর্শ নিয়ে সদর কোতোয়ালী থানায় হাজির হয়ে মামলা দায়ের করি।
চৌধুরী হারুনুর রশীদ,রাঙ্গামাটি।
আরও পড়ুন : বাঁশখালী’তে চিনতাইকারীর হাতে ব্যবসায়ী খুন