দৈনিক প্রত্যয় ডেস্ক: বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায় ৫৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এদের কাছ থেকে জরিমানার ৩০ হাজার ৮১০ টাকা আদায় করা হয়। গেল ২৪ ঘণ্টায় বাগেরহাটের ৯ উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান বলেন, বাগেরহাটের মানুষকে ঘরবন্দী ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের ৩০টিরও বেশি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। সামাজিক দূরত্ব না মেনে চলার অপরাধে জেলার বিভিন্ন স্থানের ৫৮ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিয়মিত ভ্রাম্যমাণ আদালত চলবে।
বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ বলেন, করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে আমরা নানা রকম প্রচার প্রচারণা চালিয়েছি। যা এখনও অব্যাহত রয়েছে। এরপরেও কিছু অতি উৎসাহী মানুষ বিনা প্রয়োজনে ঘরের বাইরে আসছেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।