সিলেট প্রতিনিধি ঃ মঙ্গলবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১২ টায় সুনামগঞ্জের শাল্লা জোনের বিচারক শ্যামকান্তি সিনহার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। গত রবিবার পুলিশ স্বাধীনকে ১০ দিন ও আরো ২৯ জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে।
আদালত মঙ্গলবার দুপুরে শুনানী শেষে স্বাধীনকে ৫ দিন এবং অন্যান্য ২৮ জন আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শুক্রবার (১৯ মার্চ) গভীর রাতে শাল্লার সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রধান আসামি শহিদুল ইসলামকে (স্বাধীন মেম্বার) মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই সিলেট। এ ঘটনায় এ পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলা ও মামলার ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ মার্চ হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাসকে কেন্দ্র করে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের প্রায় ৯০ টি হিন্দুবাড়িতে হামলা চালানো হয়। এসব বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকার লুটপাট করে হামলাকারীরা।