বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) শাহরিয়ার রহমানের অপসারণ চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি- জামায়াতের নেতা কর্মীরা ।
গত শুক্রবার (৬ ডিসেম্বর ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ- বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানাগেছে, ২০২৪-২৫ অর্থ বছরে অর্থ শুমারী জরিপে ছাত্রলীগের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা, এবং আওয়ামী দােসর হয়ে কাজ করার অভিযোগ এনে ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তারা ।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সহ- সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সােহেল রানা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গােলাপি বেগম, জামায়াত নেতা মোশারফ হােসেন, মাওলানা বিপ্লব হােসেন, এনামুল হক, বিএনপি নেতা মাহমুদ হাসান পাভেল, মাহবুবুর রহমান প্রমূখ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহি অফিসার শাহরিয়ার রহমানের মন্তব্য পাওয়া