নিজস্ব প্রতিবেদক: রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান প্রতারক সাহেদ জাল টাকা দিয়ে পাওনা পরিশোধ করতেন বলে জানিয়েছে র্যাব। জানা যায়, তিনি জাল টাকা দিয়ে অনেককে বিপাকে ফেলেছিলেন বলে তদন্ত সংশ্লিষ্টরা ইতোমধ্যেই জানতে পেরেছেন।
শুক্রবার (১৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার সারা রাত জিজ্ঞাসাবাদ করা হয় সাহেদকে। জিজ্ঞাসাবাদে তিনি নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিশেষ করে, তিনি যে প্রতারণার জাল বুনেছিলেন, সে বিষয়ে বলছেন। তার দেওয়া এসব তথ্য আমরা যাচাই-বাছাই করছি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাল সনদ ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধারে অভিযান চালানো হবে।
এ বিষয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক আশিক বিল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘সাহেদকে যখন গ্রেপ্তার করা হয়, তখন তার কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এসব টাকা তিনি পাওনাদারদের দেওয়াসহ বড় বড় কেনাকাটায় ব্যবহার করতেন। তিনি অনেককে জাল টাকা দিয়ে হয়রানি করেছেন। এখন ভুক্তভোগীরা অভিযোগ করলে অবশ্যই সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ অপরাধে তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলাও করা হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত এরকম তিনজন অভিযোগ করেছেন। সেগুলো মহানগর গোয়েন্দা পুলিশ বা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেওয়া হবে।’