দৈনিক প্রত্যয় ডেস্কঃ তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইয়ের হাতে খুন হতে হলো নয় বছরের সীয়ামকে। রাজধানীর মিরপুরের পশ্চিম মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাকিবকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সিগারেট আনতে না চাওয়ায় হত্যা করা হয় সিয়ামকে। পরে লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেয় সে। পরে হত্যাকারীর বাবাই ফোন দিয়ে খবর দেয় সিয়ামের বাবাকে।
প্রথম শ্রেণী পড়ুয়া সীয়ামের স্কুল ড্রেস, ঘুড়ির নাটাই সবই আছে নেই সীয়াম। ছেলেকে হারিয়ে মা লালয়া বেগম এখন পাগল প্রায়। রাজধানীর মিরপুরের পশ্চিম মনিপুর এলাকার স্যানেটারি মিস্ত্রি আবুল বাশার শেখের ছেলে সীয়ামকে হত্যা করে পাশের সেপটিক ট্যাংকতে ফেলে দিয়েছে তারই চাচাতো ভাই রাকিক শেখ।
স্বজনরা জানান, দুই পরিবারের মধ্যে তেমন কোন বিবাদ ছিল না। তবে বৃহস্পতিবার সকালে রাকিব সিগারেট আনার কথা বললে সিয়াম তা আনতে অস্বীকার করে। এ নিয় সিয়ামকে বেধড়ক মারধর কর রাকি। একপর্যায়ে ঘাড় মটকে দেয় সে। পরে লাশ পাশের বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে দেয়।
হত্যার পর অভিযুক্ত রাকিবের বাবা প্রথমে হত্যার বিষয়টি নিহত সীয়ামের বাবাকে জানায়। এরপর পুলিশ ঘটনা স্থল এসে হত্যার মূল হোতা রাকিবকে আটক করে। এই ঘটনায় নিহত সীয়ামের বাবা বাদি হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছে।
ডিপিআর/ জাহিরুল মিলন