স্পোর্টস ডেস্ক: সিঙ্গাপুর কেমন দল? তা নিয়ে সিরিজ শুরুর আগে একটা ধোঁয়াশা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ সাইফুল বারী টিটুর। সর্বশেষ দেখা ৬ বছর আগে। সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুরের কোনো খেলার পূর্ণ ভিডিও পাচ্ছিলেন না যে, তা দেখাবেন সাবিনাদের।
সিরিজের প্রথম ম্যাচ ৩-০ গোলে জিতে দলটি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেলেন টিটু। ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ বললেন, ‘দলটি সম্পর্কে আমাদের তেমন ধারণা ছিল না। গত ৬ মাসে বেশ পরিবর্তন হয়েছে। কোচ বদলেছে তাদের, এশিয়ান গেমসের দলের কয়েকজন খেলোয়াড়ও পরিবর্তন হয়েছে। ম্যাচ খেলেই বুঝতে পারলাম তাদের শক্তিটা কেমন।’
পুরুষ জাতীয় দলের ডাগআউটে বেশ কয়েকবার জয় উদযাপন করেছেন। এশিয়ান গেমস সামনে রেখে এই প্রথম তিনি দায়িত্বি নিয়েছিলেন নারী জাতীয় দলের। এশিয়ান গেমসে জাপান ও ভিয়েতনামের কাছে হারের পর নেপালের বিপক্ষে ড্র করেছিল টিটুর বাংলাদেশ। চতুর্থ ম্যাচে এসে জয় পেলেন তিনি।
৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন তহুরা খাতুন। অসুস্থতার কারণে দলে অনেক অনিয়মিত হয়ে পড়েছিলেন তহুরা। সিরাত জাহান স্বপ্না ক্যাম্প ছেড়ে চলে গেছেন, কৃষ্ণা চোটে আছেন। সিঙ্গাপুরের বিপক্ষে তাই একাদশেই তহুরাকে রেখেছিলেন কোচ। জয়ে বড় ভূমিকা রাখা এই স্ট্রাইকারকে নিয়েই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন সাইফুল বারী টিটু।
‘জয় সব সময়ই জয়। দল ভালো খেলে ম্যাচ জিতেছে। যা আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার রসদ। এখন আমাদের চোখ দ্বিতীয় ম্যাচে। আমি আগেই বলেছিলাম, ম্যাচ বাই ম্যাচ আমাদের ভাবতে হবে। সিরিজটা আমাদের ২-০ করতে হবে। এই ম্যাচে আরো গোল হতে পারতো। কেন হলো না, কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলো নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করলেই পরের ম্যাচের প্রস্তুতি হয়ে যাবে। আমরা আশাবাদী। বছরের প্রথম ম্যাচ জিতেছি। সিরিজটাও ২-০ ব্যবধানে জিততে পারবো’- বলছিলেন সাইফুল বারী টিটু।
অনেকদিন পর বাংলাদেশের জয়। সে জয়ে জোড়া গোল করা তহুরা খাতুন বলেছেন, ‘আসলে আমাদের তো ম্যাচ কম খেলা হয়। সিঙ্গাপুর আমাদের কাছে কিছুটা অচেনা ছিল। আমারা যেভাবে খেলতে চেয়েছিলাসম, স্যার (কোচ) যেভাবে পরিকল্পনা সাজিয়েছিলেন সেভাবেই খেলার চেষ্টা করেছি। আমাদের সবারই লক্ষ্য ছিল নিজেদের স্বাভাবিক খেলাটা খেলার। সামনের ম্যাচে আরো ভালো খেলার চেষ্টা করবো।’
আগামী সোমবার বিকেল ৩টায় একই মাঠেই বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে।