সিলেটের সদর উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনের লোকজন টহল দেওয়ার সময় রাস্তাঘাটে কেউ থাকে না। কিন্তু টহল শেষেই লোকজন আবারো নেমে আসছে রাস্তায়। জমায়েত হয়ে আড্ডা দিতেও দেখা গেছে তাদের। আজ বুধবার সকাল থেকে
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন বাজারে জনসমাগম না এড়িয়ে ভিড় জমিয়ে কেনাকাটা করছে মানুষ। উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী নিয়মিত টহল এবং বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না।
উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিয়ে মাইকিং ও জনসচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকলেও কেউ পাত্তা দিচ্ছে না। বিভিন্ন এলাকায় কিশোর, যুবকরা অবাধ খেলাধুলা করছেন মাঠে। জনসমাগম এড়িয়ে চলার কথা থাকলেও কেউ তা মানছেন না।