সিলেট সংবাদদাতা: সিলেট জালালাবাদ থানাধীন ধুমখাল মনাইকান্দি সাকিনস্থ সিংগাই নদী (চেঙ্গেরখাল নদী) তে চাঁদাবাজকালে ৪জনকে আটক করেছে জালালাবাদ থানা।
বুধবার উক্ত নদী দিয়ে চলাচলরত পাথর ও বালুবাহী প্রতিটি নৌ-যান থেকে ১০০০-১৫০০/-(এক হাজার-একহাজার পাঁচশত) টাকা করে চাঁদা আদায় করছিল তারা। তৎক্ষনাৎ গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদের নির্দেশনায় শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জোবায়েদ খাঁনের নেতৃত্বে সঙ্গীয় অফিসাররা অভিযান পরিচালনা করেন।
অভিযানে দেশীয় অস্ত্র (রামদা, লাঠি এবং লোহার রড) সহ ০৪ জন চাঁদাবাজকে আটক করতে সক্ষম হোন তারা। এসময় তাদের কাছ নগদ ২হাজার টাকা ও চাঁদাবাজে ব্যবহৃত ১টি নৌকা জব্দ করা হয়।
উক্ত ঘটনায় ১৩জনকে আসামি করে মামলা করা হয়েছে। আটককৃতরা হল ১। আব্দুর রউফ(৪৫) পিতা-মৃত মদরিছ আলী, সাং- ধুমখাল,মনাইকান্দি, ২। সবজির আহমদ(২৭) পিতা-মৃত মকদ্দছ আলী, ৩। রুবেল আহমদ(২৫) পিতা- জমির আলী উভয় সাং-নোয়াগাঁও মোগলগাঁও, ৪। ইমরান আহমদ(১৮) পিতা-ইসলাম উদ্দিন, সাং- ধুমখাল মনাইকান্দি, সর্ব থানা- জালালাবাদ, জেলা-সিলেট। বাকি ৯জনকে পলাতক দেখানো হয়েছে। আটককৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।