শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
প্রত্যয় ওয়েব ডেস্ক রিপোর্টঃ কোনো সুইডিশ নাগরিক কর্মঘণ্টার ভেতর নামাজ আদায় করতে চাইলে তাকে অবশ্যই বাধা দেওয়া যাবে না বলে রায় দিয়েছেন সুইডেনের একটি আদালত। দেশটির উপকূলীয় শহর মালমোর একটি প্রশাসনিক আদালত এই রায় প্রদান করেছেন।
নিয়োগকর্তাদের প্রতি নির্দেশনা জারি করে রায়ে বলা হয়, মুসলিমরা কর্মক্ষেত্রে তাদের ধর্মীয় আচার পালন করতে পারবে; যেমন—জায়নামাজ বহন করা, মক্কার দিকে ফিরে নামাজ আদায় করা ইত্যাদি। মালমো কোর্ট ব্রোমেল সিটি কাউন্সিলের একটি সিদ্ধান্ত পাল্টে দিয়েছেন, যারা গত বছর কর্মক্ষেত্রে ধর্মীয় প্রার্থনা করা যাবে না বলে নির্দেশনা জারি করেছিল। গত বছর শহরের একজন বাসিন্দা মামলা দায়ের করলে তা প্রশাসনিক আদালতে পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়। আদালতের রায়ের ভাষ্যানুযায়ী সিটি কাউন্সিল মুসলিমদের নামাজে বাধা দিয়ে সুইডেনের সংবিধান ও ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা লঙ্ঘন করেছে।
সূত্র : আরএমএক্স ডটনিউজ