গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (০৪ এপ্রিল) রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে রংপুর মহানগর ডিবি পুলিশ সদস্যরা। আটককৃতরা হলেন-উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামের আখতারুজ্জমানের ছেলে অনিক (২৪) ও অঙ্কন (২১), বদিউজ্জামানের ছেলে তামিম (২৭) এবং আবদুল মান্নান মিয়ার ছেলে আশিক (২১)।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহফুজ ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই চার যুবককে আটকের পর রাতেই তাদের রংপুর নেয়া হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত পোস্ট তুলনামুলক কমে গেছে বলেও জানান তিনি।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে রংপুর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মুহাম্মদ আবদুল আলীম মাহামুদ জানান, আটককৃতরা রংপুর নগরীর ধাপ এলাকায় সৌদি প্রবাসী এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশ ধাপ এলাকা ঘিরে রেখেছে। যে কোনো সময় ধাপ এলাকা লকডাউন হতে পারে। ধাপের লোকেরা সাবধান। এমন একটি মিথ্যা পোস্ট ফেসবুকে শেয়ার করে গুজব ছড়ান। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শুক্রবার রাতে ডিবি পুলিশের উপ-কমিশনার উত্তম কুমার পাঠকের নেতৃত্বে অভিযান চালিয়ে রংপুর নগরীর জিএলরায় রোড থেকে প্রথমে সমির ঘোষকে আটক করা হয়। পরে বাকি চারজনকে সুন্দরগঞ্জ থেকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।