সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনের (সড়ক ভবনে) নিচতলায় আগুনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে একটু স্পার্ক হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মো. সাইফুর রহমান বলেন, কার্যক্রম চলাকালে সুপ্রিম কোর্টের ৪ নম্বর প্রশাসনিক ভবনের (সড়ক ভবনে) নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে বলে যে খবর প্রকাশ পেয়েছে তা সঠিক নয়। শর্ট সার্কিটে তারে তারে ঘষা লেগে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল।
এদিকে একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, রোববার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আগুনের ঘটনা ঘটে। তবে এটি বড় ধরনের কোনো আগুন নয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
সুপ্রিম কোর্টে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এবং মোটরসাইকেল আসে। পরে তারা আবার ফিরে যান।
গত ১৬ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে পুড়ে ও পানিতে নষ্ট হয়ে যায় মামলার হাজার হাজার নথিপত্র।